ঘাটাল পুরসভায় করোনা সংক্রমণ ঠেকাতে চলছে দমকলের স্যানিটাইজেশন

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ মার্চ :
ঘাটাল পুরসভা এলাকাগুলিতে করোনা সংক্রমণ ঠেকাতে উদ্যোগী হয়েছে দমকল। ঘাটাল পুরসভার সহযোগিতায় দমকল বাহিনীর কর্মীরা ঘাটাল মহকুমা অফিস চত্বর থেকে পুরসভা অফিস চত্বর, রথতলা মোড়, চাউলিমোড়, অাড়গোড়া, সেন্ট্রাল বাসস্ট্যান্ড, দেওয়ানী কোর্ট চত্বর সহ পুরসভার সবকটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ রাস্তার বিভিন্ন প্রান্তে ব্লিচিং পাউডার সহযোগে স্যানিটাইজ করার কাজ করে শনিবার সকাল থেকে। এই ছবি উঠে এলো পুরসভার বিভিন্ন এলাকায়।পুরসভা ও দমকলের সহযোগিতায় শুক্রবার ঘাটাল হাসপাতাল চত্বরে স্যানিটাইজ করা হয়।

ঘাটাল পুরসভার স্যানিটাইজেশন বিভাগের অাধিকারীক অসীম অাদক বলেন, পর্যায়ক্রমে পুরসভার বিভিন্ন এলাকায় এই স্যানিটাইজেশনের কাজ চলবে করোনা সংক্রমন অাটকাতে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here