মানুষের শরীরে মারাত্মক ক্ষতি করে, দেশজুড়ে স্যানিটাইজেশন টানেল নিষিদ্ধ করতে চলেছে কেন্দ্র

আমাদের ভারত, ৭ সেপ্টেম্বর: করোনা ঠেকাতে দেশের বিভিন্ন জনবহুল এলাকা, মল অফিস কাছাড়িতে, স্যানিটাইজেশন টানেল বসানো শুরু হয়েছিল। কিন্তু এই টানেল মানব শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক। তাই দেশজুড়ে এই টানেল নিষিদ্ধ ঘোষণা করতে চলেছে কেন্দ্র সরকার।

টানেলের মধ্যে দিয়ে গেললেই স্যানিটাইজড হয়ে যাবে গোটা শরীর। এমনটাই দাবি করা হচ্ছিল। কিন্তু এই ব্যবস্থা কি মানুষের শরীরের পক্ষে নিরাপদ তা নিয়ে, সুপ্রিমকোর্টে জনস্বার্থ মামলা হয়। সোমবার কেন্দ্র সরকার সেই মামলায় সুপ্রিমকোর্টে জানিয়েছে, এই ধরনের টানেল বন্ধ করে দেওয়া হবে।

সোমবার শীর্ষ আদালতে কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল জানিয়েছেন, সারাদেশে স্যানিটাইজেশন টানেল নিষিদ্ধ করে দেবে কেন্দ্র, কারণ এই ধরনের টানেল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই ধরনের টানেল ব্যবহার করতে ইতিমধ্যেই নিষেধ করা হয়েছে। কেন্দ্রের তরফেই কথা জানার পরই আদালতে প্রশ্ন ছিল, স্যানিটাইজার টানেল যদি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয় তাহলে তা নিষিদ্ধ করা হচ্ছে না কেন? তার উত্তরে সলিসিটর জেনারেল জানিয়েছেন, এই নিয়ে প্রয়োজনীয় নির্দেশিকা মঙ্গলবার জারি করবে সরকার।

স্যানিটাইজার টানেল নিষিদ্ধ করার আবেদন করে একটি জনস্বার্থ মামলা হয়েছিল দেশের শীর্ষ আদালতে। সেই মামলায় গত ১২ আগস্ট এই বিষয়ে কেন্দ্রের মতামত জানতে চেয়েছিল শীর্ষ আদালত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে স্যানিটাইজার টানেল সম্পর্কে জানাতে বলেছিল সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *