দাবি আদায় করে অবরোধ তুলে নিল সাঁওতালরা

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৯ নভেম্বর:

রাজ্য শিক্ষা দফতর আন্দোলনকারী আদিবাসীদের দাবি মেনে নিতেই উঠে গেল অবরোধ আন্দোলনl সাঁওতালি লিপি অলচিকিতে শিক্ষক প্রশিক্ষণের দাবিতে সোমবার সকাল থেকে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর, শিলদা , ঝাড়গ্রাম শহর , নয়াগ্রাম ও জামবনি এলাকায় রাজ্য সড়ক অবরোধ করেন সাঁওতালদের এই সমাজ সংগঠনের
কর্মীরাl

মঙ্গলবার রাজ্য শিক্ষা দপ্তর থেকে দু হাজার কুড়ি – একুশ শিক্ষাবর্ষ থেকে আদিবাসী ছাত্র-ছাত্রীদের জন্য প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণের নির্দেশিকা জারি করা হয়l সেই নির্দেশিকার প্রতিলিপি অবরোধ আন্দোলনকারী সংগঠনের নেতাদের হাতে তুলে দেওয়ার পর মঙ্গলবার দুপুরে অবরোধ উঠে যায়l সংগঠনের শিলদা মুলুক পারগানা মহলের নেতা সুনিল মান্ডি জানান, প্রশাসন ইতিবাচক পদক্ষেপ করায় অবরোধ আন্দোলন তুলে নেওয়া হয়েছেl এদিন তাদের দাবি আদায়ের পর সংগঠনের কর্মী-সমর্থকরা নাচ গানে মেতে ওঠেনl

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here