
অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২২ ডিসেম্বর: আজ ২২শে ডিসেম্বর সাঁওতালি ভাষা দিবস জাঁক জমক ভাবে পালিত হল সুবর্ণরেখা মহাবিদ্যালয়ে। এদিন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ রতন কুমার সামন্ত।
এই সূচনার পরে সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের সাঁওতালি বিভাগের ছাত্রছাত্রীরা সুবর্ণরেখা মহাবিদ্যালয় থেকে গোপীবল্লভপুর বাস স্ট্যান্ড পর্যন্ত একটি পদযাত্রা করেন। এরপরে কলেজে ফিরে এসে কলেজের মূল মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মঞ্চানুষ্ঠানের সূচনা করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি বিভাগের অধ্যাপক শ্যাম চরন হ্রেমরম।
এছাড়াও আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের গভর্নিং কাউন্সিলের সভাপতি তথা নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, গভর্নিং কাউন্সিলের অন্যতম সদস্য সত্যরঞ্জন বারিক, সুবর্ণরেখা মহাবিদ্যালয় অধ্যাপক ও ছাত্র ছাত্রীরা। এদিন সাঁওতালি বিভাগের ছাত্রছাত্রীরা আদিবাসী নৃত্যে মেতে উঠেছিলেন।