২৬ নভেম্বরের ধর্মঘটকে সমর্থন সারাবাংলা পরিচারিকা সমিতির  

জে মাহাতো, মেদিনীপুর, ২৩ নভেম্বর: দশটি ট্রেড ইউনিয়ন সংস্থা ২৬ নভেম্বর দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে তার সমর্থনে সারা বাংলা পরিচারিকা সমিতি খড়গপুর আঞ্চলিক কমিটি মিছিল করল।

সমস্ত দুঃস্থ পরিবারকে প্রতি মাসে ৭৫০০ টাকা ভাতা দেওয়ার, প্রত্যেক গরিব মানুষদের জন্য প্রতি মাসে বিনামূল্যে মাথাপিছু ১০ কেজি রেশন দেওয়া সহ ৭ দফা দাবিতে এ আই ইউ টি ইউ সি সহ ১০ টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও স্বতন্ত্র জাতীয় ফেডারেশনগুলির ডাকে ২৬ নভেম্বর সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। পরিচারিকা সমিতির পক্ষ থেকে আজ পরিচারিকারা খড়গপুর শহরের পুরাতন বাজার থেকে ইন্দা পর্যন্ত মিছিল করেন। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সমিতির জেলা সম্পাদিকা জয়শ্রী চক্রবর্তী এবং অপর্ণা প্রামাণিক। 

এরপর সমিতির খড়গপুর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে জয়শ্রী চক্রবর্তী, শেফালি পণ্ডিত, অপর্ণা প্রামাণিক, ময়না রানী সিং, বুলু সেনাপতি সিংহ, অনিমা বেরা, নমিতা দোলাই, বনলতা সাউ, সুচিত্রা ঘোষ-দের নেতৃত্বে খড়গপুরের ইন্দাতে অবস্থিত ডি এল সি অফিসে বিভিন্ন দাবিতে ডেপুটেশন দেয়।

তাদের দাবি:
১। এস এস ওয়াই তথা সামাজিক সুরক্ষা যোজনায় অন্তর্ভুক্ত হতে ইচ্ছুক সমস্ত পরিচারিকাদের যোজনার অন্তর্ভুক্ত করতে হবে। 

২। এস এস ওয়াই অন্তর্ভুক্ত সমস্ত পরিচারিকাকে শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্ত অন্তরায় অবিলম্বে দূর করতে হবে। 

৩। এস এস ওয়াই অন্তর্ভুক্ত ৬০ বছর উত্তীর্ণ পরিচারিকাদের চূড়ান্ত পাওনা মিটিয়ে দেওয়ার ব্যাপারে কোন টালবাহানা চলবে না। 

৪। এস এস ওয়াই অন্তর্ভুক্ত পরিচারিকার আকস্মিক মৃত্যুর পর তার নমিনির পাওনা মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে কোন গড়িমসি চলবে না। 

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here