সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুরেও সাড়ম্বরে হল বাক দেবীর আরাধনা

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ জানুয়ারি:
সারা রাজ্যের সঙ্গে আজ সাড়ম্বরে পশ্চিম মেদিনীপুরেও পালিত হল বাক দেবীর পূজা। মেদিনীপুর শহরের ঐতিহ্যমণ্ডিত সরস্বতী পূজা হয় মেদিনীপুরের কলেজ স্কয়ারে। যেখানে পুজো দেখতে ভিড় জমায় হাজার হাজার মানুষ। ৫ থেকে ৫০ সকল বয়সের মানুষের মিলন মেলার রুপ নেয় এই কলেজ স্কয়ার। একদিকে যেমন রাজনৈতিক ব্যাঙ্গচিত্র, অন্যদিকে তেমনি সারিসারি পূজাই জেলার মানুষকে আকর্ষণ করে এখানে আসতে। সারাদিন ধরেই জনসমাগমের মধ্যে দিয়ে কাটে কলেজ স্কয়ারের সরস্বতী পূজা।

সাত সকালে বৃষ্টিতে মানুষের মন খারাপ হলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হতেই কলেজ স্কয়ারে ঢল নামে যুবক যুবতী, ছাত্রছাত্রীদের। সব মিলিয়ে একরকম প্রেম ভালবাসা, পূজার্চনা, খাওয়া দাওয়া, বেড়ানোর মধ্যে দিয়ে আনন্দে কাটল বাঙালির ভ্যালেন্টাইন ডে। অন্যদিকে কলেজ স্কয়ারের পূজা দেখতে আজ স্বপরিবারে কলেজ স্কয়ারে হাজির হন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। স্ত্রী সন্তান নিয়ে পায়ে হেঁটে কলেজ স্কয়ারের সরস্বতী পূজা দেখলেন পুলিশ সুপার ও তাঁর পরিবার।

মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারে শুরু হল ৮ম বর্ষের আলোকচিত্র প্রদর্শনী। উদ্বোধন করলেন জেলাশাষক রেশমি কমল, জেলা পুলিশ সুপার দিনেশ কুমার। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, সহ সভাধিপতি অজিত মাইতি সহ একাধিক বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এদিন বিজয়ী ৬ জন প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *