
সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৯ জানুয়ারি: সরস্বতী পুজোয় এবার থিম ভাবনায় দাবানলের ফলে আমাজনের পীড়িত ও ক্ষতিগ্রস্ত জীব কুলের দশা উপস্থাপন করছে পুরুলিয়ার জিএনএম নার্সিং কলেজের শিক্ষার্থীরা। মেঝেতে রঙ তুলিতে সেই ভাবনা ফুটিয়ে তুলেছেন তাঁরা। দেখানো হয়েছে গ্লোবাল ওয়ার্মিং এবং দাবানলের ফলে ধরিত্রীর জ্বলন্ত রূপ। অস্তিত্ব সংকটে জীব কুল। আমাজনের গভীর অরণ্য থেকে প্রাণ বাঁচাতে বেরিয়ে আসছে বন্য প্রাণ।
এই ভাবনার কথা বলতে গিয়ে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানান, ‘আমাজনের দাবানলের ঘটনা আমাদের ভীষণভাবে উদ্বিগ্ন করে তোলে। অসহায় বন্যপ্রাণীরা পুড়ে খাক হয়ে গিয়েছে। পুড়ে গিয়েছে বহু গাছ। ধ্বংস হয়েছে অরণ্যের বড় অংশ। এটা ওই অরণ্যের বাস্তুতন্ত্রের ক্ষতি করেছে। তাই, গাছ লাগানো এবং বাঁচানোর বার্তা দিতে এই ভাবনার ছবি এঁকেছি আমরা।’