হিন্দু জাগরণের সভায় যেতে বাধা সরস্বতীকে

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ ডিসেম্বর:
সিএবি ও এনআরসি’র সমর্থনে চন্দ্রকোনায় আয়োজিত হিন্দু জাগরণ মঞ্চের সভায় যোগ দিতে আসা স্বাধী সরস্বতীকে আটকে দিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। সভায় যেতে বাধা পেয়ে তিনি বলেন, হিন্দু জাগরণ মঞ্চের সভায় যেতে স্থানীয় প্রশাসন নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ বাধা দিয়েছে। স্বাধী সরস্বতী বলেন, এনআরসি ও সিএবি নিয়ে ভারতবাসীর ভাবার কোনো কারণ নেই। দেশে আতঙ্কবাদীদের চিহ্নিত করার জন্যই এই বিল নিয়ে আসা হয়েছে। ভারতবর্ষে হিন্দুদের অস্তিত্ব দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা হয়েছে। তাই এই বিলকে সমর্থন করি আমরা।

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে হিন্দু জাগরণ মঞ্চের ডাকে প্রধান বক্তা হিসেবে এসেছিলেন স্বাধী সরস্বতী। জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, অসম ও ত্রিপুরা সহ গোটা উত্তর-পূর্ব ভারতে এই মুহূর্তে অশান্ত পরিস্থিতি চলছে। বৃহস্পতিবার সেইজন্য এই সভায় পৌঁছনোর আগেই স্বাধী সরস্বতীকে এলাকায় না যাওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ প্রশাসন। পুলিশের পক্ষ থেকে এলাকায় জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা। স্থানীয় প্রশাসন নয় তাকে সভামঞ্চে যেতে না দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাধী সরস্বতী।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here