ভারতকে ইসলামিক স্টেটে পরিণত করাই লক্ষ্য , জেরায় স্বীকার শার্জিল ইমামের

আমাদের ভারত,৩০ জানুয়ারি: জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শার্জিল ইমাম ভারতকে ইসলামিক স্টেটের পরিণত করতে চায়। দিল্লি পুলিশের তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর শার্জিল জেরায় স্বীকার করেছেন ভারতকে ইসলামিক স্টেটে পরিণত করাই ছিল তার লক্ষ্য। কয়েকদিন আগেই সার্জিল ইমাম উত্তর-পূর্ব ভারত কে বিচ্ছিন্ন করার ডাক দিয়েছিলেন। দিল্লির শাহিনবাগের বিক্ষোভ এর মূল উদ্যোক্তা ছিলেন এই শার্জিল।

বিহারের জেহানাবাদ থেকে দেশদ্রোহের অভিযোগে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ট্রানজিট রিমান্ডে দিল্লিতে তাকে নিয়ে যাওয়া হয়েছে। দিল্লির আদালত তাকে পাঁচদিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে। তাকে জেরা করেছে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা।

তদন্তকারীদের অনুমান শার্জিল ইমামের মগজ ধোলাই করা হয়েছে। তিনি বিশ্বাস করেন ভারতকে ইসলামিক সেটে পরিণত করা হোক। শার্জিল স্বীকার করেছেন যে ভিডিওতে তাকে দেখা গিয়েছিল সেটি আসল।

দিল্লি পুলিশ তদন্ত করে দেখেছে, ইসলামিক ইউথ ফেডারেশন ও পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ রয়েছে শার্জিলের। ভিডিওগুলি ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে শার্জিলকে বলতে শোনা গেছে, “আমরা ৫ লক্ষ মুসলিম যদি একসঙ্গে আসতে পারি তাহলে ভারত থেকে উত্তর-পূর্বকে বিচ্ছিন্ন করে দেব পাকাপাকিভাবে। না হলেও অন্ততপক্ষে দু-এক মাস তো বিচ্ছিন্ন করতে পারব। বিক্ষোভকারীদের সরাতেও অন্তত একমাস লাগবে। অসমকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে পারলেই কেন্দ্র আমাদের কথা শুনতে বাধ্য হবে। চারজনের বিরুদ্ধে মামলা করে বিহার, উত্তর প্রদেশ, অরুণাচল, দিল্লি ও মনিপুর সরকার। এরপর একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে মঙ্গলবার বিহারে জাহনাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ আনা হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here