সৌরভ সম্পর্কে সৌগত রায়ের মন্তব্য বাঙালির অপমান, বললেন কৈলাস বিজয়বর্গীয়

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৪ নভেম্বর:
সৌরভ গাঙ্গুলিকে অপমান করে ঠিক করেননি সৌগত রায়। মঙ্গলবার কলকাতায় হেস্টিংসে বিজেপি অফিসে এই কথা বললেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, সৌরভ গাঙ্গুলি দেশের হয়ে খেলেছেন, ভারতের ক্রিকেট দলের অধিনায়কত্ব করেছেন। দেশের মান বাড়িয়েছেন। প্রাক্তন ভারত অধিনায়কের বিরুদ্ধে কথা বলে ঠিক করেননি তৃণমূলের বর্ষীয়ান সাংসদ।

দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় সৌরভ গাঙ্গুলিকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। তিনি বলেন, সৌরভ গাঙ্গুলি বড় ঘরের ছেলে। সারাজীবন ক্রিকেট খেলেছেন। বাংলার জন্য সৌরভ গাঙ্গুলী কিছুই করেনি। তাকে দিয়ে বাংলার উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন দমদমের তৃণমূল সাংসদ।

অনেকদিন ধরেই জল্পনা চলছে, বিজেপিতে যোগদান করতে পারেন সৌরভ গাঙ্গুলি। এমনকি আগামী বিধানসভা ভোটে প্রাক্তন ভারত অধিনায়ককে বিজেপি মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরতে পারে– এমন জল্পনা শুরু হয়েছে রাজ্যে। যদিও সেই দাবি সৌরভ গাঙ্গুলি নিজেই খারিজ করে দিয়েছেন। তারপরও এই ইস্যুতে সৌরভকে আক্রমণ করতে ছাড়েননি সৌগত রায়। সৌগত রায়ের আক্রমনকে কড়া ভাষায় জবাব দিলেন কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, প্রাক্তন ভারত অধিনায়কের অপমান কখনই বাঙালি মানবেন না। বর্ষীয়ান সাংসদের ভেবেচিন্তে মন্তব্য করা উচিত ছিল বলে জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here