সেফ ড্রাইভ সেভ লাইফের সচেতনতা মূলক প্রচার গোপীবল্লভপুরে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২ ফেব্রুয়ারি: “সেফ ড্রাইভ, সেভ লাইফ ” সচেতনতা মূলক প্রচার অনুষ্ঠিত হল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার পুলিশের উদ্যোগে। ২০১৬ সালের ৮ জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের সূচনা করেছিলেন। যার ফলে রাজ্যে কয়েক বছরে কমেছে পথ দুর্ঘটনার হার। এই প্রকল্পের মাধ্যমে অতিরিক্ত সচেতনতার প্রচার করেছেন রাজ্যের পুলিশ প্রশাসন, যার সুফল মিলেছে হাতে নাতে। সেই দিক থেকে ঝাড়গ্রাম জেলা পুলিশও ব্যতিক্রম নয়, মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার পুলিশের উদ্যোগে মোটরসাইকেল র‍্যালির মাধ্যমে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হল। এদিন গোপীবল্লভপুর থেকে ছাতিনাশোল পর্যন্ত ৪ কিলোমিটার র‍্যালিটি অনুষ্ঠিত হয়। প্রত্যেকে হেলমেট মাথায় র‍্যালিতে অংশগ্রহণ করেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here