নিজে বাঁচুন অন্যকে বাঁচান! এই শ্লোগান সামনে রেখে গ্রামের মূল প্রবেশ পথ বাঁশ দিয়ে আটকে দিল গ্রামবাসীরা

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩১ মার্চ: নিজে বাঁচুন অন্যকে বাঁচান–এই শ্লোগানকে সামনে রেখে গ্রামের মূল প্রবেশদ্বারে বাঁশ দিয়ে আটকে দিল গ্রামবাসীরা। এই ঘটনা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার পাহানপাড়া গ্রামের।

করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন চলছে। তাসত্বেও কিছু মানুষ এই সময় বাড়ি থেকে বেরিয়ে ঘুরে বেড়াচ্ছেন।পুলিশ প্রশাসনের তরফ থেকে মানুষকে গৃহবন্দী করতে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। পুলিশ গ্রামে গিয়ে গ্রামবাসীদের লাঠিপেটা করছে। বহিরাগতরা গ্রামে এসে করোনার মত মারন ভাইরাস ছড়িয়ে দিতে পারেন–এই আতঙ্কে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে গ্রামবাসীরা সিদ্ধান্ত নিয়ে গ্রামের মূল প্রবেশদ্বার আটকে দিল। সেখানে বড় বড় করে লিখে দেওয়া হয়েছে, “বহিরাদের প্রবেশ নিষেধ।” এছাড়াও পাশেই লেখা হয়েছে, নিজে বাঁচুন অন্যকে বাঁচান।

আদিবাসী যুবক বাবলু পাহান জানান, আজ তারা যে উদ্যোগ নিয়েছেন গ্রাম তথা দেশের প্রতিটি গ্রামের মানুষ এই উদ্যোগ নিলে করোনার মত এই মারণ ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলা করা সম্ভব হত। মানুষ একটু সচেতন হলে পুলিশ প্রশাসনকে লকডাউন মানাতে এত বেগ পেতে হত না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *