আমাদের ভারত, হুগলী, ২১ জুন: গৃহ সম্পর্ক অভিযানে এসে প্রবল বিক্ষোভের মুখে সায়ন্তন বসু। হুগলীর রিষড়া ১৭ নং ওয়ার্ডে ব্রম্ভানন্দ স্কুলের পাশে আজ গৃহ সম্পর্ক অভিযানে আসেন রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু। শান্ত এলাকাকে অশান্ত করছে বিজেপি এই অভিযোগে সায়ন্তন বসুর গাড়ি আটকে ব্যাপক বিক্ষোভ শুরু করে তৃণমূল, পাল্টা বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মীরাও। স্লোগান পাল্টা স্লোগানে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে রিষড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে। কোনো রকমে বুঝিয়ে সায়ন্তন বসুকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ।
এরপর শ্রীরামপুরের দলীয় কার্যালয়ে এসে তিনি অভিযোগ করেন, তৃণমূল যেমন সংস্কৃতির বাহক তারা তেমনই আচরণ করেন। এদিকে ঘটনা নিয়ে পাল্টা তোপ শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়ের। তার মতে সায়ন্তন যেখানে যায় সেখানেই উত্তেজনা তৈরী হয়। এটা আসলে তার রাজনৈতিক কৌশল। তাকে যেমন দেখতে তার কৌশলও তেমনই বলেও মন্তব্য করেন তিনি। পাল্টা সায়ন্তন বসুর বক্তব্য কল্যাণ আসলে দিল্লিতেই বেশি থাকেন সেখানে ভালো ডাক্তার দেখিয়ে মানসিক ভাবে সুস্থ হওয়ারও পরামর্শ দেন তিনি। একই সাথে তার তীর্যক মন্তব্য যদি কল্যাণ এই স্বভাব ত্যাগ না করেন তাহলে দিল্লি থেকে তিনি যাতে ফিরতে না পারেন তার ব্যবস্থাও তিনি করে দেবেন।