৭ ডিসেম্বরের পর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন সায়ন্তন বসু

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৮ নভেম্বর: তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার ৭ ডিসেম্বরেরর আগেই সংখ্যাগরিষ্ঠতা হারাবে। তাই ৭ ডিসেম্বরের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী থাকবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। আজ সকালে উত্তর দিনাজপুরে রায়গঞ্জে চা চক্রে তিনি এই দাবি করেন।

শুভেন্দু অধিকারী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পর গতকাল রাতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে কালীঘাটে জরুরী বৈঠক বসেছিল তৃণমূল নেতৃত্ব। সেই বৈঠকের তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী ৭ ডিসেম্বর থেকে কেন্দ্রের বিভিন্ন নীতির প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন করার কথা বলেছে। আজ রায়গঞ্জ সুভাষগঞ্জের ভিএলসি মোড়ে চা চক্রে অংশ নেন বিজেপি সাধারন সম্পাদক সায়ন্তন বসু। তৃণমূল কংগ্রেসের আন্দোলনে নামার যে ঘোষণা করেছেন সে প্রসঙ্গে সায়ন্তন বসু বলেন, ৭ তারিখের আগেই এই সরকার সংখ্যা গরিষ্ঠিতা হারাবে। তখন রাজ্যপালের নির্দেশে মুখ্যমন্ত্রীকে আস্থা ভোট ডাকতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী আস্থা ভোট ডাকবে না বলে মনে করেন সায়ন্তন বসু। তাই ৭ তারিখের পর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন কি না তা তিনি সন্দেহ প্রকাশ করেন তিনি। তৃণমূল কংগ্রেসে তখন পিসি ভাইপো ছাড়া আর কেউ থাকবে না বলে মনে করেন বিজেপি সাধারণ সম্পাদক।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here