২০২১ বিধানসভা ভোটের আগে বিজেপি কর্মীদের বার্তা দিতে হাজির বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৩ ডিসেম্বর: আজ সন্ধ্যায় হটাৎই নয়াগ্রাম মন্ডলের বিজেপি কর্মীদের চমকে দিয়ে হাজির রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানী বাজারে চায়ের দোকানে বসেই এলাকার বিজেপি কর্মীদের দিলেন আগামীর বার্তা। সেই সাথে জানালেন গত লোকসভা ভোটে বিধানসভা ভিত্তিক ফলাফলের নিরিখে নয়াগ্রাম বিধানসভায় এগিয়ে আছে বিজেপি সেই মার্জিন বাড়াতে বুথে বুথে যাবেন বিজেপির রাজ্য নেতারা। যে প্রক্রিয়া তারা শুরু করতে চান পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ প্রান্তের ওড়িষা ঘেঁষা এই নয়াগ্রাম বিধানসভা এলাকা থেকেই। আর তার এই বক্তব্যের পরেই নয়াগ্রাম এলাকার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ২১টা জমলো বলে। সায়ন্তন বাবু আরো বলেন, দেখুন আগামী বিধানসভা নির্বাচনে আমাদের টার্গেট ২২০টি সিট দখলের। আর সেখানে এই বিধানসভা ক্ষেত্রের নম্বর ২২০ ফলে আমাদের যাত্রা এখান থেকেই শুরু হবে। সব মিলিয়ে তার বক্তব্য ২১শে বিজেপির সরকারে আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা।

অপরদিকে, তৃণমূল কংগ্রেস বলছে “মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপর ভর করে দিদিকে বলো কর্মসূচির মধ্যে দিয়ে নিজেদের ভুলত্রুটি সুধরে ২১শে নয়াগ্রামের দখল তাদের হাতেই থাকবে। বিজেপি কি জিনিস মানুষ তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন মানুষের আস্থা ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই” ।সবমিলিয়ে এখন দেখার ২১শে কার পক্ষে যায় নয়াগ্রাম বিধানসভা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here