“রাজ্যে ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা মাদ্রাসাই লাদেন তৈরির কারখানা”

আমাদের ভারত,কোচবিহার, ২০ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের মদতেই পশ্চিমবঙ্গ জঙ্গিদের আঁতুড়ঘর হয়ে উঠেছে। রাজ্যে ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা মাদ্রাসা গুলো আসলে লাদেনের পাঠশালা। বিজেপি ক্ষমতায় এলে এই সব মাদ্রাসার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য থেকে জঙ্গি ধরা পড়ার প্রসঙ্গে কোচবিহারে এমনটাই বললেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু।

গতকাল জঙ্গি গ্রেফতার নিয়ে তৃণমূল বিজেপি তর্জা এখন তুঙ্গে। মুর্শিদাবাদ থেকে আল কায়দার ৬ জঙ্গি গ্রেফতারের পর থেকেই বিজেপি তৃণমূল সরকারের তুলধনা শুরু করেছে। দিলীপ ঘোষ বলেছেন, “শুধুমাত্র ভোটে জিততে ইসলামিক জঙ্গি সংগঠনকে মদত দিচ্ছে তৃণমূল সরকার। বাংলার সরকারই একমাত্র সরকার, যা‌রা জাতীয় নিরাপত্তার চেয়ে রাজনৈতিক স্বার্থকে বেশি গুরুত্ব দেয়।” একই রকমভাবে তৃণমূল সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বিজেপি নেতা সায়ন্তন বসুও। রাজ্যে জঙ্গিদের তৈরির আঁতুড়ঘর হিসেবে তিনি নিশানা দেগেছেন রাজ্যের মাদ্রাসাগুলির দিকে। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিজেপি ক্ষমতায় এলে এই সব মাদ্রাসা থাকবে না।

সায়ন্তন বসুর কথায়,”তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের মদতেই এই রাজ্য জঙ্গিদের আতুরঘড় হয়ে উঠেছে।” রাজ্যে ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা মাদ্রাসা গুলিকে লাদেনের পাঠশালা বলে কটাক্ষ করেছেন তিনি। তাঁর কথায় বাম আমলের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও রাজ্যের সীমান্ত এলাকায় ব্যাঙের ছাতার মত মাদ্রাসা গড়ে ওঠার বিষয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আডবানীর কাছে জানিয়েছিলেন।

কোচবিহারের মাথাভাঙার পাড়াডুবিতে বাংলা ভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়ন্তন বসু বলেছেন, “বিজেপি ক্ষমতায় এলে এই মাদ্রাসাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেবো, কোনো জেহাদি তৈরির কারখানা এখানে চলতে দেওয়া হবে না। ৩০ শতাংশ ভোট ব্যাংকের জন্য ৯০ শতাংশ মানুষের জীবন ধ্বংস হতে আমরা দেবো না।” তিনি আরও বলেন, এই আতঙ্কবাদের ফলে মুসলিম সমাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, মুর্শিদাবাদ থেকে আন্তর্জাতিক ইসলামি জঙ্গি সংগঠন আল-কায়েদার ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এছাড়াও কেরল থেকে গ্রেফতার হয়েছে সংগঠনের আরো তিনজন। শনিবার ভোরে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে এনআইএ। ডোমকল, জলঙ্গি, জঙ্গিপুর শহরে এগারটি জায়গায় তল্লাশি চালায় এনআইএ। কেরল থেকে গ্রেফতার হওয়া তিনজনের দুজন মুর্শিদাবাদ থেকে সে রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিক। ধৃতদের কাছ থেকে জিহাদি বই, বিস্ফোরক, ধারালো অস্ত্র, আই ই ডি, বডি আর্মর উদ্ধার হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here