আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৬ জুন: আজ কাঁথিতে দলীয় কর্মীদের নিয়ে সভা ছিল বিজেপির। সেই সভায় যোগদানের জন্য কলকাতা থেকে কাঁথি দিকে রওনা হয়েছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব সায়ন্তন বসু সহ অন্যান্যরা। পূর্ব মেদিনীপুর জেলায় ঢোকার মুখে কোলাঘাটে সায়ন্তন বসুর গাড়ি আটকে দেয় কোলাঘাট থানার পুলিশ। পুলিশের বক্তব্য আপনাদের জমায়েতের কোনও অনুমতি নেই এবং ভগবানপুর বা কাঁথিতে গেলে আইন শৃঙ্খলা ভঙ্গ হতে পারে এলাকার, তাই যেতে দেওয়া যাবে না। প্রায় দেড় ঘণ্টা আটকে থাকে সায়ন্তন বসুর গাড়ি। এমনকি তমলুকে জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে চাইলেও আসতে দেওয়া হয়নি।
সায়ন্তন বসু বলেন, পূর্ব মেদিনীপুর কি আলাদা কোন দেশ যে এখানে আসতে গেলে পাসপোর্ট ভিসা লাগবে। পুলিশ সমাবেশ বা পদযাত্রা করতে দিতে না পারে কিন্তু আমাকে আটকানোর কি আছে? পুলিশ কিন্তু কোনভাবেই সায়ন্তন বসুকে আটকানোর সিদ্ধান্ত থেকে সরে আসেনি। প্রায় ঘণ্টা দেড়েক আটকে থাকার পরে অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে আলোচনা ক্রমে ভগবানপুর সহ জেলার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের আক্রমনকারীদের ধরার ব্যাপারে আশ্বাস দিলে সায়ন্তন বসু কোলাঘাট থেকে কলকাতার উদ্দেশ্যে ফিরে যান।