তৃণমূলের ভোট ব্যাংক ভেঙে দেওয়া হবে: সায়ন্তন 

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৯ ফেব্রুয়ারি: বাংলাদেশের অনুপ্রবেশকারী দেড় কোটি মুসলমানকে তাড়িয়ে তৃণমূলের ভোট ব্যাংক ভেঙে দেওয়া হবে বলে রবিবার ঝাড়গ্রামে ” চায় পে চর্চায় ” যোগ দিয়ে মন্তব্য করেন বিজেপি নেতা সায়ন্তন বসু। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এদিন তিনি বলেন, ঝাড়গ্রামে এসেছি “চায় পে চর্চা” করতে। নয়াগ্রামে জনসভাও রয়েছে। আমরা মূলত সিএএ নিয়ে মানুষের কাছে যাব। তাদের বোঝাবো নাগরিকত্ব সংশোধনী বিল যে সমস্ত হিন্দু শরণার্থীরা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এসেছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। কোনও রকম ডিটেনশন ক্যাম্পে তাদের রাখা হবে না। কোনও পরিচয় পত্র দেখাতে হবে না। শুধুমাত্র সেল্ফ ডিক্লারেশন দিতে হবে। যারা বিরোধিতা করছে তারা ভয় পেয়ে গেছে। তারা হিন্দু নাগরিকদের যারা বাংলাদেশ থেকে এদেশে এসেছে তাদের নাগরিকত্ব দিতে চায় না।

সায়ন্তনবাবু বলেন, তৃণমূল ভয় পেয়ে গেছে। তারা বুঝে গেছে দেড় কোটি  অনুপ্রবেশকারী মুসলমানদের বিতাড়ন করা হলে আগের ভোটব্যাঙ্ক আর থাকবে না। তিনি এদিন আশা প্রকাশ করেন আসন্ন ঝাড়গ্রাম পৌর নির্বাচনে বিজেপি জয়লাভ করবে।  তৃণমূলের সীমাহীন দুর্নীতির মানুষ মেনে নেবে না। এদিন সায়ন্তন বসুর সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। তারা গোপীবল্লভপুর বাজারে একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন এবং কর্মীসভায় যোগ দেন। এনআরসির সমর্থনে বিকেলে নয়াগ্রাম বাজারে বিশাল মিছিল করেন এবং জনসভায় ভাষণ দেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here