মুখ্যমন্ত্রী এনআরসি ও সিএবি আটকাতে পারবে না: সায়ন্তন বসু

আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ ডিসেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন না কেন এ রাজ্যে এনআরসি ও সিএবি আটকাতে পারবেন না বলে মন্তব্য করেন বিজেপি নেতা  সায়ন্তন বসু। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় দলীয় কর্মসূচিতে এসে তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বোঝাচ্ছেন। বাংলাদেশ থেকে আসা লুঙ্গিধারী কিছু মানুষ এই গন্ডগোল পাকাচ্ছে। কারণ এরা বাংলাদেশ থেকে এসেছে এবং রাজ্যের বাসিন্দা নয়। গন্ডগোল পাকাতে তাদের মদত দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর লক্ষ্য শুধুমাত্র তার ভোট ব্যাঙ্কের। গড়বেতাতে বুধবার পুলিশ গুলি বন্দুক সহ এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে। এ প্রসঙ্গে সায়ন্তন বসু বলেন, রাজ্যের পুলিশ বেছে বেছে শুধুমাত্র বিজেপি কর্মীদের অস্ত্র মামলা ও খুনের মামলায় জড়িয়ে দিচ্ছে। পশ্চিমবাংলার রাজ্যপালের ছবি পোস্ট কান্ড নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে সায়ন্তন বসু বলেন, দেখেই বোঝা যাচ্ছে এই ছবি সংসদের ছবি, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্য দুঃখজনক। বাইরের রাজ্যে গেলে আমাদের মাথা হেঁট হয়ে যায় শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য।

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এদিন জানান, আগামী ২৩শে ডিসেম্বর কলকাতার রাজপথে মিছিল করবে বিজেপি। সেদিন কোথাও কোথাও বাস ট্রেন আটকাবে তৃণমূল। তাই সম্ভব হলে আগের দিন যান, না হলে পরের দিন তৈরি হয়ে যান, যারা পথ আটকাতে আসবে তাদের যেন আটকে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *