জে মাহাতো, মেদিনীপুর, ১৪ জুলাই: সুইসাইড নোটটা পুলিশের পকেট থেকে বেড়িয়ে হেমতাবাদের মৃত বিধায়কের পকেটে গিয়েছিল এবং ময়নাতদন্ত হওয়ার আগেই পোস্টমর্টেম রিপোর্ট তৈরি ছিল বলে মন্তব্য করলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকে আমফান দুর্নীতি সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ দেখাতে এসে তিনি একথা বলেন। তিনি হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু প্রসঙ্গে এভাবে পুলিশের ষড়যন্ত্রের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেন।
আজ সকাল থেকে বিডিও অফিস চত্বরে বিক্ষোভ দেখানোর জন্য বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত হয়। মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। বিজেপি কর্মী সমর্থকরা জোর করে বিডিও অফিসে ঢুকতে গেলে পুলিশ তাদের বাধা দেয় বলে সায়ন্তন বসু অভিযোগ করেন।