
আমাদের ভারত,১৪ মার্চ:নোবেল করোনার আতঙ্কের জেরে আগামী সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল কলেজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দিল রাজ্য সরকার। শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করি এমনটা জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। আগামী ৩১ শে মার্চ পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যে শিশু শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে সমস্ত স্কুল, কলেজ এবং মাদ্রাসা। এমনটাই বলা হয়েছে নির্দেশিকায়। তবে পূর্বের সূচি অনুযায়ী চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
বিশ্ব জুড়ে মহামারীর আকার ধারণ করেছে করোনা। ভারতেও এপর্যন্ত ৮৩ জন আক্রান্ত বলে জানা গেছে। গতকাল পর্যন্ত ভারত করোনায় মৃত্যু হয়েছে ২ জনের। দিল্লি, কর্নাটক, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে ইতিমধ্যেই স্কুল কলেজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। আজ পশ্চিমবঙ্গ সরকারও স্কুল কলেজ বন্ধের নির্দেশ দিল।