
আমাদের ভারত, ৭ জুন: আগস্ট মাসের শেষে খুলবে দেশের স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠান। এমনটাই জানালেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ নিঃশঙ্ক পোখরিয়াল। ১৫ আগস্টের মধ্যে সমস্ত পরীক্ষার ফলাফল প্রকাশের করার চেষ্টা চলছে। এরপর স্কুল খোলার কাজ হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও নির্দিষ্ট কোন দিন ঘোষণা করেননি তিনি।
করোনা মোকাবিলায় দফায় দফায় লকডাউনের কারণে কবে স্কুল খুলবে তা নিয়ে দ্বিধায় রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক সহ দেশে ৩৩ কোটি পড়ুয়া। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল জুলাই শেষে স্কুল কলেজ খুলবে।
একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, গত ১৬ ই মার্চ থেকে সমস্ত স্কুল-কলেজ বন্ধ রয়েছে। ১৫ আগস্ট এর মধ্যে সমস্ত পরীক্ষার ফলাফল তারা বার করার চেষ্টা করছেন। এরপরে তারা স্কুল-কলেজ খোলার কাজ শুরু করবেন।
বেশ কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে অনুমান করা হচ্ছিল জুলাই মাসে ৩০ শতাংশ উপস্থিতি নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে। তবছ সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা ক্লাসে যাবেন না। ক্লাস শুরু হবে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে। গ্রিন এবং অরেঞ্জ জোনে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারে। নির্দিষ্ট সামাজিক দূরত্ব মেনে অল্পসংখ্যক পড়ুয়ার উপস্থিতি নিয়ে স্কুল শুরু হতে পারে। স্কুল চলতে পারে দুটো শিফটে। কিন্তু দেশে করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে উত্তরোত্তর বাড়ছে তাতে স্কুল খোলা নিয়ে একাধিক মতামত ও দ্বিধা তৈরি হয় বিভিন্ন মহলে। ফলে তখন মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয় এখনোও পর্যন্ত স্কুল খোলার ব্যাপারে কিছু স্পষ্ট করে সিদ্ধান্ত নেওয়া হয়নি।
কিন্তু তারপর গত ৩ জুন দেওয়া একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী জানিয়ে দেন দেশে শিক্ষা প্রতিষ্ঠান গুলি ১৫ আগস্ট থেকে খোলার প্রক্রিয়া শুরু হতে পারে। তবে বোর্ডের যে সমস্ত পরীক্ষাগুলি বাকি রয়েছে তা নির্দিষ্ট সময়ই হবে। সিবিএসসি বোর্ডের বাকি থাকা পরীক্ষাগুলি ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে হবে। তবে করোনা ভাইরাস সংক্রমণের মোকাবিলায় স্বাস্থ্যবিধি সংক্রান্ত সমস্ত রকম সাবধানতা যাতে মেনে চলা হয় তার দিকে নজর রাখতে হবে কর্তৃপক্ষকে।