কিছুটা স্বাভাবিক কোভিড পরিস্থিতি, দিল্লি সহ দেশের ১২ রাজ্যে খুলতে চলছে স্কুল

আমাদের ভারত, ২৭ আগস্ট:
করোনা পরিস্থিতির দেশে কিছুটা হলেও স্বাভাবিক হচ্ছে। তাই দেশের ১২টি রাজ্যে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশকিছু রাজ্যে সেপ্টেম্বর থেকে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে উত্তর-পূর্বের ছটি রাজ্য এবং মহারাষ্ট্র, কেরল, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গে এখনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পুজোর পর পরিস্থিতি বিবেচনা করে স্কুল খোলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পশ্চিমবঙ্গ স্কুল খোলার কিছুটা আভাস দিল বাকি উত্তর এবং উত্তর-পূর্বের রাজ্যগুলো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি। দেড় বছরেরও বেশি সময় দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ। কিন্তু বেশ কিছু রাজ্যে করো না পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খোলার অনুমতি দিয়েছে।

প্রাথমিকভাবে উঁচু শ্রেণির এবং ধীরে ধীরে নিচু শ্রেণির ক্লাস চালু হয়েছে। করোনা পরিস্থিতিতে স্কুল খোলা উচিত কিনা , তা নিয়ে বিতর্কে হয়েছে প্রচুর। পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য এবং পড়াশোনার কথা ভেবে যেমন স্কুল খোলার কথা বলেছেন অনেকে। আবার অনেকেই স্বাস্থ্য ও সুস্থতাকে অগ্রাধিকার রেখে স্কুল বন্ধ রাখার পক্ষে সায় দিয়েছে। কিন্তু সামগ্রিকভাবে যে শিক্ষার ক্ষতি হচ্ছে সেটা সবাই মেনে নিয়েছেন।

ফলে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে বহু রাজ্য সতর্কভাবে স্কুল খোলার অনুমতি দিয়েছে। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে আগামী ১সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে দিল্লিতে স্কুল খুলবে। প্রথম দফায় চালু হবে নবম থেকে দশম শ্রেণির ক্লাস। দ্বিতীয় দফায় ৮সেপ্টেম্বর থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পড়ুয়াদের জন্য স্কুল খুলবে। দিল্লি সরকার জানিয়েছে কোভিড মিনিট বিধি মেনে ধাপে ধাপে স্কুল চালু করতে চায় তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *