ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান উদ্ভাবনী শক্তিকে বাড়িয়ে তুলতে সায়েন্স ফেস্টিভ্যাল পুরুলিয়ায়

সাথী প্রামানিক, পুরুলিয়া, ৪ ফেব্রুয়ারি: বিজ্ঞান বিষয়ে পড়াশোনার পরই প্রতিভাবনরা কোনও একটি নির্দিষ্ট কাজ পেয়ে যাওয়ায় নিজেদের মৌলিক গবেষণা বা চিন্তাভাবনা থেকে বিরত রাখছেন তাঁরা। এই ট্রেন্ড ক্রমশ বেড়েই চলেছে সারা দেশে। যার ফলে, গবেষণামূলক কাজে গবেষক বা প্রযুক্তিবিদদের সংখ্যা কমার আশঙ্ক দেখা দিয়েছে। আর এটা চলতে থাকলে আগামী দিনে অন্যান্য দেশগুলোর উপর নির্ভরতা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের ‘সায়েন্স ফেস্টিভ্যালে’র উদ্বোধনী অনুষ্ঠানে এই ভাবনার বহির্প্রকাশ হল অতিথিদের বক্তব্যে। জ্ঞান মনষ্ক করে নবীন প্রজন্মকে মৌলিক গবেষণার দিকে ঝোঁক বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রালয়ের অধীনস্থ পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র। তিন দিনের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্কুল পড়ুয়াদের তৈরি  নানা মডেল প্রতিযোগিতার মধ্য দিয়ে উপস্থাপিত করার সুযোগ করে দিল তারা। প্রতিযোগিতামূলক মডেল প্রদর্শনীটি আক্ষরিক অর্থে উৎসবের চেহারা নিল প্রথম দিন।
    

জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় জানান, জেলার ২৪ টি স্কুলের প্রায় ১৪০ জন ছাত্র-ছাত্রী দুটি বিভাগে মোট ৯০ টি মডেল উপস্থাপিত করছে। তিনি আশাপ্রকাশ করে বলেন, ‘সদ্য উদ্বোধন হওয়া ইনোভেশন হাবের সাহায্যে আমাদের এই প্রয়াস আগামী দিনের গবেষক বা প্রযুক্তিবিদ গড়ে তুলতে সাহায্য করবে। শুধু মডেল তৈরির মানসিকতাই নয়, বিজ্ঞান বিষয়ে প্রীতি নতুন করে জাগিয়ে তুলতে সক্ষম হবে সাধারণ মানুষদের মধ্যেও।’ বিজ্ঞান কেন্দ্রের চত্বরে প্রদীপ প্রজ্জ্বোলনের মধ্য দিয়ে সায়েন্স ফেস্টিভ্যালের উদ্বোধন করেন সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. দীপক কুমার কর। উপস্থিত ছিলেন অতিরিক্ত  জেলাশাসক(সাধারণ) মুফতি শামিম সওকত, জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক প্রমুখ। ছাত্র-ছাত্রীদের নিয়ে তিন দিনই চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *