জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ জুলাই:
করোনা স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত করার পর মেদিনীপুর শহরের বড়তলা এলাকার সিংপাড়া মহল্লাটিকে কন্টেমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ওই মহল্লা থেকে দূরে থাকার জন্য পাশাপাশি এলাকার সমস্ত বাসিন্দাদের সচেতন করা হয়েছে। একই সঙ্গে সিংপাড়ার পাশাপাশি ফুটপাতে যে সমস্ত দোকান রয়েছে সেগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে ওই পাড়ার পাশাপাশি না যাওয়ার জন্যও পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। সিংপাড়া মহল্লা সিল করে দেওয়া হয়েছে বলে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে।