
আমাদের ভারত, মেদিনীপুর, ২১ মার্চ: দ্বিতীয় পর্যায় সব শোনে মাস্টারমশাই কর্মসূচি পালিত হয়েছে শালবনী ব্লক এলাকায়। গড়বেতা ৩ নম্বর ব্লক ও শালবনী ব্লকের মধ্যে অবস্থিত আদিবাসী গ্রাম ভূগলুশোল, মহাশোল পশ্চিম ও রাধামোহনপুর গ্রামে মেদিনীপুর সদর উত্তর চক্র তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে “সব শোনে মাস্টারমশাই” ও “জনস্বার্থে মাস্টারমশাই” কর্মসূচি পালিত হয়েছে।
পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্রের নির্দেশে ছয় থেকে আট জনের দল করে সারা রাজ্যে ঝাঁপিয়ে পড়েছে প্রায় একহাজার দল। অশোক বাবু বলেন, জঙ্গলমহলের গোপীবল্লভপুর, কেশিয়াড়ী, শালবনীতে শিক্ষক শিক্ষিকারা ঝুঁকি নিয়ে জনসচেতনতা মূলক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষক শিক্ষিকারা সমাজে তাদের হৃতসম্মান ফিরে পাবে বলে তিনি আশাবাদী।
মেদিনীপুর সদর মহকুমা কনভেনার তন্ময় সিংহ বলেন, প্রান্তিক মানুষকে সচেতন করার লক্ষ্যে তারা এই কর্মসূচি নিয়মিত চালিয়ে় যাবেন। আজ তারা লিফলেট দিয়ে এলাকাবাসীদের সচেতন করেন এবং স্যানিটাইজারের ব্যাবহার শেখান। কিভাবে করোনা ভাইরাস থেকে নিজেদের সুরক্ষিত রাখবেন তা গ্রামবাসীদের তারা জানান।