হাবড়া স্বাস্থ্যকেন্দ্র এবং গোবরডাঙ্গা গ্রামীণ হাসপাতলে দ্বিতীয় পর্যায়ে করোনা ভ্যাকসিন দেওয়া হল

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৫ জানুয়ারি: হাবড়া স্বাস্থ্যকেন্দ্র এবং গোবরডাঙ্গা গ্রামীণ হাসপাতলে আজ দ্বিতীয় পর্যায়ের করোনা ভ্যাকসিন দেওয়া হয়।
হাবড়া পৌরসভা পরিচালিত হাবড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সকাল থেকে শুরু হয় দ্বিতীয় পর্যায়ের করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ। আজ ২০০ স্বাস্থ্যকর্মীকে এই ভ্যাকসিন দেওয়া হয় বলে জানালেন দায়িত্বপ্রাপ্ত ডাক্তার। ভ্যাকসিন নেওয়ার পর তাঁদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান স্বাস্থ্যকর্মীরা।

পাশাপাশি গোবরডাঙ্গা গ্রামীণ হাসপাতালেও আজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত ডাক্তার জানিয়েছেন আজকে ১৭৪ জনকে ভ্যাকসিন দেওয়া হয়। দু’জায়গাতেই কোনও শারীরিক অসুস্থতার খবর পাওয়া যায়নি। সম্পূর্ণ প্রক্রিয়া ভালো ভাবেই চলে। খুব শীঘ্রই করোনা মুক্ত দেশ তৈরি হবে বলে আশার আলো দেখছেন ডাক্তার থেকে নার্স এবং স্বাস্থ্য কর্মীরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here