দূরদর্শনের মাধ্যমেই কি শুরু হতে চলেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ক্লাস! তেমনই ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী

আমাদের ভারত, কলকাতা, ২ এপ্রিল: প্রযুক্তিকে কাজে লাগিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ক্লাস শুরু করতে চাইছে রাজ্য সরকার। বাড়িতে বসেই ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনা করতে পারেন তার জন্য পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। শুধুমাত্র মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা। দূরদর্শনের সঙ্গে রাজ্যের শিক্ষা দফতরের কথা হয়েছে। লকডাউনের মধ্যেই নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস প্রযুক্তির সাহায্যে শুরু করে দেবার ভাবনা রাজ্য সরকারের রয়েছে বলে জানান পার্থ চ্যাটার্জি।

প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সকল ছাত্রকেই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করতে হবে। বৃহস্পতিবার কলকাতায় এইকথা জানান রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, রাজ্য শিক্ষাদফতর এই সিদ্ধান্ত নিয়েছে। আর এই সিদ্ধান্ত সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল গুলিকে মানতে হবে বলে জানান তিনি। পাশাপাশি প্রাথমিক স্তরের কোনও ছাত্রছাত্রীকেই ফেল করানো যাবে না বলে জানান পার্থ চ্যাটার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *