জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ জুলাই:
স্বাস্থ্য বিধি মেনে মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলে অভিভাবকদের হাতে মাধ্যমিকের মার্কশিট তুলে দেওয়া হল বুধবার ও শুক্রবার। স্কুলের গেটে সবার হাত স্যানিটাইজ করা হয়। যাঁরা মাস্ক আনতে ভুলে গিয়েছিলেন স্কুলের গেটে ঢোকার মুখে তাদের স্কুলের পক্ষ থেকে মাস্ক সরবরাহ করা হয়। গোটা বিষয়টি তত্ত্বাবধান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা ও সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক, পরিচালন সমিতির সদস্য শিক্ষক সুদীপ কুমার খাঁড়া প্রমুখ।