তোলা হল শুভেন্দু ঘনিষ্ঠ কর্মাধ্যক্ষের নিরাপত্তা

আমাদের ভারত, মেদিনীপুর, ৫ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অমূল্য মাইতির নিরাপত্তারক্ষী তুলে নেওয়ায় জেলার রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। খাদ্য কর্মাধ্যক্ষের নিরাপত্তারক্ষী তুলে নেওয়ার পিছনে মানস ভুঁইঞার হাত রয়েছে বলে অভিযোগ। অমূল্য মাইতি জানান, এর আগেও শুভেন্দু অধিকারীর সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তৎকালীন পুলিশ সুপার ভারতী ঘোষ তার নিরাপত্তারক্ষী তুলে নিয়েছিলেন। তার অভিযোগ, শুভেন্দু ঘনিষ্ঠতার কারণে প্রশাসনিক মহলে প্রভাব খাটিয়ে রাজ্যসভার সাংসদ মানস ভুঁইঞা ষড়যন্ত্র করে নিরাপত্তারক্ষী তুলে নেওয়ার কাজ করেছেন। তবে আমি মানুষের কাজ করি, মানুষের পাশে থাকি। তারাই আমার নিরাপত্তা দেবে।

নিরাপত্তা বিষয়ে মানস ভুঁইঞাকে আক্রমণ করার পর মানস ঘনিষ্ঠ সবং ব্লকের মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স অমূল্য মাইতিকে পাল্টা আক্রমণ করে বলেন, অমূল্য বাবু সবকিছুতেই মানস ভুঁইঞার দোষ দেখেন। ওনার মাথা খারাপ হয়েছে, চিকিৎসার প্রয়োজন।

এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, নিরাপত্তারক্ষী নিযুক্ত করা বা তুলে নেওয়া সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। এ নিয়ে তিনি কিছু বলতে চান না।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here