
অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১ মার্চ:
নয়াগ্রাম ব্লক তথা ঝাড়গ্রাম জেলার সমস্ত স্ব-সহায়ক দল নিয়ে “জাগো প্রকল্প”, “মুক্তি ধারা প্রকল্প” ও “আনন্দধারা প্রকল্প” কে সামনে রেখে, পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানিয়ে একটি কৃতজ্ঞতা পদযাত্রা ও সভা অনুষ্ঠিত হল। এই পদযাত্রায় অংশ নেন কয়েক হাজার মহিলা।
এদিন ভাতভাঙ্গা থেকে প্রায় দুই কিলোমিটার পদযাত্রা কর খড়িকা নেতাজী ক্লাব মাঠে শেষ হয়। পরে খড়িকার নেতাজি ক্লাবের মাঠে একটি সভা হয়। এদিন এই সভায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার তৃণমূলের সভাপতি বীরবাহা সরেন টুডু, ঝাড়গ্রাম পৌরসভার প্রাক্তন প্রধান দুর্গেশ মল্লদেব, সুভ্রা মাহাত, সত্যরঞ্জন বারিক, স্বপন পাত্র, সঞ্চিতা ঘোষ, শান্তি টুডু সহ ঝাড়্গ্রাম জেলার অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীরা।