স্বাস্থ্য সম্মত নিজেদের তৈরি মাস্ক বিক্রি করছে স্বনির্ভরগোষ্ঠী

সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৩ মার্চ: মাস্কের কালোবাজারি রুখতে এবার এগিয়ে এল জেলা গ্রামীণ উন্নয়ন সেল। পুরুলিয়ার কাশীপুর এবং সাঁতুড়ি ব্লকের স্বনির্ভরগোষ্ঠীর প্রশিক্ষিত মহিলাদের নিয়ে স্বাস্থ্য বিধি মেনে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে মাস্ক তৈরি করার উদ্যোগ নেওয়া হয়। সোমবার, পুরুলিয়া শহর লকডাউনের দিন থেকেই বিক্রি শুরু হয়ে গেল ওই মাস্ক। পুরুলিয়া শহরে অবস্থিত জেলা গ্রামীণ উন্নয়ন সেল(ডিআরডিসি)র নিজস্ব কাউন্টার থেকে জনসাধারণের উদ্দেশ্যে ওই মাস্ক সুলভে বিক্রি করা হচ্ছে।
  

প্রসঙ্গত, বাজারের পরিস্থিতি ও চাহিদার কথা মাথায় রেখে এই ধরনের উপযোগি উদ্যোগ নেওয়া হয় ওই সেলের পক্ষ থেকে বলে জানানো হয়েছে। করোনা ভাইরাসের আক্রান্তের খবর ছড়িয়ে পড়তেই বাজারে উপযুক্ত মাস্ক, স্যানিটাইজার কার্যত ‘সোল্ড আউট’ হয়ে যায়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নিজেদের স্বার্থ সিদ্ধিতে নেমে পড়েন। সারা জেলায় এই চিত্র দেখা দেয় বিগত কয়েক দিন ধরে। অনুপযুক্ত মাস্কও চড়া দামে বিক্রি হয় জেলায়।   

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here