রান্নার কাজ না পেয়ে শালতোড়ায় মিড ডে মিলের রান্নাঘরে তালা লাগিয়ে বিক্ষোভ স্বনির্ভর গোষ্ঠীর

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৬ ফেব্রুয়ারি: মিড ডে মিলের রান্নার কাজ না পেয়ে রান্নাঘরে তালা লাগিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাদের বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দেয় শালতোড়ার চাঁদড়া কল্যাণ সংঘ হরিজন উচ্চবিদ্যালয়ে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

ঘটনার বিবরণে জানা গেছে, স্কুলের মিড ডে মিল রান্না করাকে কেন্দ্র করে কাজিয়া শুরু হয়েছে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠী গুলির মধ্যে। এদিকে রাজ্যের জেলায় জেলায় মিড ডে মিল খতিয়ে দেখছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। আর কেন্দ্রীয় প্রতিনিধি দল বাঁকুড়া জেলায় আসার আগেই যে আকছা আকছি শুরু হয়েছে এলাকায় তা নিয়ে বেশ বিপত্তি বেধেছে এই মিড ডে মিলের রান্না করাকে ঘিরে।

প্রসঙ্গত, এই স্কুলে দীর্ঘদিন ধরে মিড ডে মিলের রান্না করে আসছে ২ টি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। আর এই কারণে বঞ্চিত হচ্ছে অন্যান্য গোষ্ঠীর মহিলারা। বঞ্চিত গোষ্ঠীর মহিলাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কেবলমাত্র ২ টি গোষ্ঠীকে দিয়েই রান্নার কাজ করাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। তাদের কোনো সুযোগই দেওয়া হয় না। তারা দাবি করেন, স্কুলের মিড-ডে মিলে দীর্ঘদিন ধরেই দুর্নীতি চলছে। আন্দোলনকারী গোষ্ঠীর এক নেত্রী রীনা আখুলির অভিযোগ, স্কুল ছুটি থাকলেও কি করে শেষ হচ্ছে রান্নার গ্যাস। নভেম্বর মাস পুরো ছুটিতে কাটলেও সেই মাসেও ৯ টা গ্যাস কি করে শেষ হয়। এর উপযুক্ত তদন্ত চাইছি আমরা। সোমবার নানা অভিযোগ তুলে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা স্কুল চত্বরে হাজির হয়ে মিড ডে মিলের রান্নাঘর ও স্টোর রুমে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান। এর জেরে থমকে যায় বিদ্যালয়ের পঠনপাঠন থেকে রান্নার কাজ। সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তারা। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। তবে এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন সংশ্লিষ্ট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

এবিষয়ে শালতোড়া ব্লক তৃণমূল সভাপতি সন্তোষ মন্ডল বলেন, অসংখ্য গোষ্ঠীকে দিয়ে তো আর রান্নার কাজ করানো সম্ভব নয়। এই ঘটনার পিছনে বিরোধীদের উস্কানি আছে। তবে কি হয়েছে খোঁজ নিয়ে দেখছি। বিডিওকেও সমস্যা সমাধানের জন্য বলেছি।

জয়েন্ট বিডিও মিলন মালাকার জানান, কয়েকটি গোষ্ঠী রান্না করার আবেদন জানিয়ে দরখাস্ত করেছিল। তারপর কোনো আলোচনা ছাড়াই তারা মিড ডে মিলের ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে।আন্দোলনকারীদের সাথে আলোচনা করে তালা খোলা হয়েছে। এদিনের রান্নাও হয়েছে। তবে সুষ্ঠ সমাধানের জন্য বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *