গাইঘাটায় প্লাস্টিকের ট্রেতে বোরো ধানের চারা তৈরি করছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ৮ জানুয়ারি:
প্লাস্টিকের ট্রেতে বোরো ধানের চারা তৈরি করছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এতে সময় ও ধানের চারা তৈরি করতে খরচ খুব কম হওয়ায় খুশি কৃষকরা। উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের কৃষি দপ্তর এবছর ২১০ বিঘা জমিতে মেশিনের সাহায্যে বোরো ধান রোপনের সিদ্ধান্ত নিয়েছেন। আর এই মেশিনের সাহায্যে ধান রোপণের জন্য প্লাস্টিক ট্রেতে ধানের চারা তৈরি করতে উদ্যোগ নিয়েছেন গাইঘাটার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

গাইঘাটা ব্লকের ইছাপুর গ্রামের দুটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলা দল এবছর বোরো ধানের বীজতলা তৈরি করার অনুমতি পেয়েছেন। প্রতি বিঘা ৬০০ টাকার বিনিময়ে এক বিঘা জমির জন্য প্রয়োজনীয় ধানের বীজ বা চারা তৈরি করে দিচ্ছেন। আর এর ফলে একদিকে যেমন কৃষকদের ধানের চারা তৈরির খরচ অনেক কম হচ্ছে, অন্যদিকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সামান্য সময় কৃষি কাজ করে ভালো টাকা রোজগার করছেন।

গাইঘাটা ব্লক কৃষি দপ্তর সূত্রে জানাগেছে, গতবছর এই ব্লকে ১৫০ বিঘা জমিতে মেশিনের সাহায্যে বোরো ধানের চাষ হয়েছিল, খরচ কম, রোগ পোকার আক্রমণ কম এবং ফলন ভালো হওয়ায় এ বছর বহু কৃষক এই বিশেষ পদ্ধতিতে বোরো ধান চাষ করার সিদ্ধান্ত নিয়েছেন, তাই এবছর ২১০ বিঘা জমিতে মেশিনের সাহায্যে বোরো ধানের চাষ করা হবে।

স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানালেন, সামান্য সময় ব্যায় করে তারা কিভাবে টাকা রোজগার করছেন। গ্রামের কৃষক ভোলানাথ পাল জানালেন, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে গত দু’বছর ধরে প্লাস্টিকের ট্রেতে বোরো ধানের চারা তৈরি করছেন, সাধারণ পদ্ধতিতে ধানের চারা তৈরি করতে গেলে বিঘা প্রতি যে পরিমাণ টাকা খরচ হয় কৃষকের, তার থেকে অনেক কম পয়সায় চারা তৈরি করা যাচ্ছে, তাছাড়া সময় কম লাগছে, রোগ পোকার আক্রমণ কম হচ্ছে। কৃষকরা জানলেন তারা নিজের জমিতে বোরো ধানের চারার চাহিদা মিটিয়ে ধানের চারা অন্য কৃষকদের কম টাকায় বিক্রি করছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here