পর্যটকদের জন্য জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে চালু হল সেলফি জোন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২২ মার্চ: এবার পর্যটকদের মন জয় করতে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে সেলফি জোন চালু করা হলো। সেলফি জোনের পাশাপাশি “I LOVE JHARGRAM” টি-শার্ট পাওয়া যাবে পার্কের ভেতরে।
বুধবার সকালে এই সেলফি জোনের উদ্বোধন করেন রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা।

পশ্চিমবঙ্গ পর্যটন মানচিত্রে ঝাড়গ্রাম একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। প্রতিবছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে দেশ-বিদেশের বহু পর্যটক বেড়াতে আসছেন ঝাড়গ্রাম। পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, গত বছর ডিসেম্বর পর্যন্ত এবং চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত প্রায় ২ লক্ষ পর্যটক পরিদর্শন করেছেন জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। পর্যটকরা যাতে ঝাড়গ্রাম বেড়ানোর পাশাপাশি ঝাড়গ্রামের সুন্দর মুহূর্তগুলিকে ধরে রাখতে পারে তার জন্যই এই সেলফি জোনের চালু করা হয়েছে।

জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের ঢোকার মুখেই “I LOVE JHARGRAM” টি শার্ট এবং তার পাশাপাশি হাতি, ময়ূর এবং হরিণের মূর্তি বানানো রয়েছে যা ঝাড়গ্রামকে সকলের কাছে তুলে ধরবে। বীরবাহা বলেন, “ঝাড়গ্রামে প্রতিবছর দূর দূরান্তের বহু পর্যটক বেড়াতে আসছেন। বেড়ানোর পাশাপাশি তাদের সুন্দর মুহূর্তগুলিকে ধরে রাখার জন্যই এই সেলফি জোন চালু করা হলো।”

সেলফি জনের পাশাপাশি আনন্দধারা প্রকল্পের স্ব-সহায়ক দলের মহিলাদের নিয়ে পার্কের ভেতরেই চালু করা হয়েছে একটি স্টল। তার শুভ উদ্বোধন করেন বীরবাহা। এখানে জঙ্গলমহলের মহিলাদের হাতের তৈরি বাবুই ঘাসের ব্যাগ, ঘর সাজানোর জিনিসপত্র, পাথরের বিভিন্ন জিনিসপত্র এবং আচার থেকে শুরু করে “I LOVE JHARGRAM” টি-শার্ট পাওয়া যাবে । বীরবাহা বলেন, “পর্যটকরা এখানে বেড়ানোর পাশাপাশি জঙ্গলমহল তথা ঝাড়গ্রামের সৃষ্টি’কে তারা সংগ্রহ করতে পারবে। তার জন্যই এই স্ব-সহায়ক দলের মহিলাদের হাতের তৈরি জিনিসের স্টল চালু করা হয়েছে। আগামী দিনে অন্যান্য জায়গাও এটি চালু করা হবে।”

ঝাড়গ্রাম জেলার সিংহভাগ এলাকায় জঙ্গল রয়েছে। এই জঙ্গলের মধ্যে হরিণ, নেকড়ে, হায়না, হাতি সহ বিভিন্ন জীবজন্তু রয়েছে। সেই সমস্ত জীবজন্তুগুলি আহত হলে বা কোনও মাধ্যম দ্বারা আক্রান্ত হলে তাদের দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য একটি অ্যানিমেল অ্যাম্বুলেন্স চালু করা হয়। এই অ্যানিমেল অ্যাম্বুলেন্সেরও উদ্বোধন করেন মন্ত্রী বীববাহা।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল কুমার আগরওয়ালা, ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, ঝাড়গ্রামের ডিএফও শেখ ফরিদ, এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য আধিকারিকরা ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here