
পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ নভেম্বর: রেলের নকল সফটওয়্যার ব্যবহার করে বেআইনিভাবে রেলের টিকিট বিক্রির অভিযোগে মেদিনীপুর স্টেশন রোডের একটি ট্যুর ও ট্রাভেলস সংস্থার অফিসে পুলিশি হানা। যৌথভাবে অভিযান চালায় মেদিনীপুর থানা ও মেদিনীপুর আরপিএফ পোস্টের আধিকারিকরা। সেখান থেকে নকল সফটওয়্যার, কম্পিউটার ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করার পাশাপাশি এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে৷
সোমবার মেদিনীপুর থানা ও মেদিনীপুর আরপিএফ আধিকারিকরা যৌথভাবে মেদিনীপুর স্টেশন রোডের দেব দর্শন ট্যুর এন্ড ট্রাভেলস এর অফিসে হানা দেয়। সেখানে নকল সফটওয়্যার ও আইডি ব্যবহার করে রেলের ই–টিকিট বিক্রির অভিযোগ ছিল। অফিস থেকে সোনু মাইতি নামে সবংয়ের বাসিন্দা এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অফিসটি সিল করে দেওয়া হয়েছে।
বাজেয়াপ্ত হয়েছে, ৫৫১৩ টাকা মূল্যের তিনটি নতুন ই-টিকিট, ১৩৮০৪৯ টাকা মূল্যের পুরাতন ই-টিকিট, নগদ ৩ হাজার টাকা, দুটি মনিটর, দুটি সিপিইউ, তিনটি স্মার্ট ফোন। বন্ধ করা হয়েছে ৮টি ব্যক্তিগত ও ১টি এজেন্ট আইডি।