চিনের চেয়ে মার্কিন রাষ্ট্রপতিকেই পছন্দ, ভারতের সংখ্যা গরিষ্ঠ মানুষ চিন তথা চিনা পণ্য বিরোধী, বলছে সমীক্ষা

আমাদের ভারত, ৬ জুন : ভারত-চিন সীমান্তে উত্তেজনা বাড়ছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মুখোমুখি দু’দেশের সেনা। এই পরিস্থিতিতে চিন সম্পর্কে দেশের মানুষের কি ধারণা তা জানতেই একটি জাতীয় স্তরের সংবাদ সংস্থা সমীক্ষা চালিয়েছিল। তাতে দেখা গেছে দেশের বেশিরভাগ মানুষ চিন বিরোধী। বেশিরভাগ মানুষই চিনা পণ্য বয়কটের পক্ষে। আর চিনা রাষ্ট্রপতির তুলনায় মার্কিন রাষ্ট্রপতিকেই তাদের বেশি পছন্দ।

৪দিন ধরে ১৬টি ওয়েবসাইটে ১৩ টি ভাষায় করা সমীক্ষার ফল বলছে দেশের অধিকাংশ মানুষ চিন বিরোধী। সেক্ষেত্রে চিনা রাষ্ট্রপতির তুলনায় তারা ট্রাম্পকে বেশি পছন্দ করেছেন। ৯২ শতাংশ মানুষের ট্রাম্পকে পছন্দ এবং ৩৮ শতাংশের পছন্দ চিনা রাষ্ট্রপতিকে। তার মধ্যে আবার,মালায়ালি, উর্দু,মারাঠি ওড়িয়া ভাষার মানুষের মধ্যে ৯৮ শতাংশ সমর্থন জানিয়েছেন ট্রাম্পকে।

বিশ্বশক্তি হিসেবে চিনকে নিয়ে ভারতের স্টান্স কি হওয়া উচিত, সেই প্রশ্নের উত্তরে অধিকাংশ ভারতীয় মনে করেছেন চিনের বিরুদ্ধে থাকা ভালো ভারতের। এক্ষেত্রে ৫১% তামিলরা, ৫২% পাঞ্জাবীরা মনে করেছেন চিন কিংবা আমেরিকা কোন পক্ষকে সমর্থন করা উচিত নয় ভারতের।

চিনকে কি বিশ্বাস করা যায়, সে ব্যাপারে ৯৪% ভারতীয় বলেছে বিশ্বাস করা যায় না। ৯১ শতাংশ মানুষ মনে করেন ভারতে চিনা পণ্য ও অন্যান্য চিনা সার্ভিস যত তাড়াতাড়ি সম্ভব বর্জন করা উচিত। এ বিষয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে মারাঠিরা। মাত্র ৪ শতাংশ মানুষ এখনও চিনের জিনিস ব্যবহার করার পক্ষে। কারণ অধিকাংশ জিনিস সস্তায় পাওয়া যায়।

দেশের বড় অংশ একমত এই ব্যাপারে, যে পাকিস্তানের বড়সড় সমর্থক চিন। তাই তারা কখনই ভারতের বন্ধু হতে পারে না। একইসঙ্গে করোনা সংক্রান্ত সমস্ত তথ্য গোপন করেছে চিন, তাতেও একমত ভারতীয়রা। ভারতের ৬১ শতাংশ মানুষ চিনকে শত্রু দেশ হিসেবেই মনে করেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here