
আমাদের ভারত, হাওড়া, ১১ মার্চ: জোয়ারের টানে শিবপুর ঘাটের জেটিতে বিপত্তি, বন্ধ হল পরিষেবা। ঘটনায় কোনো হতাহতের খবর নেই। আজ সকালে ১১টা নাগাদ তীব্র বেগে বান আসায় ফাটল ধরে যায় জেটিতে।জোয়ারের জলের তোড়ে বেঁকে যায় জেটির গ্যাংওয়ের অংশটি। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে লঞ্চ পরিষেবা।
কোনোরকম ঝুঁকি না নিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি ঘাটের গেট। এই দুর্ঘটনার জন্য আপাতত এক মাস বন্ধ থাকবে ফেরি চলাচল বলে কর্তৃপক্ষ সূত্রের খবর। হাওড়ার অন্যতম ব্যস্ত যান জেটি হওয়ায় প্রতিদিন এই জেটি দিয়ে পারাপার করেন প্রায় এক হাজারের বেশি নিত্যযাত্রী। এদিন যাত্রী সংখ্যা কম ছিল কাজেই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হতে চলেছে মেরামতির কাজ। জানানো হয়েছে যত শীঘ্রই সম্ভব শেষ করা হবে কাজ।