আমাদের ভারত, ১ জুলাই: পুরীর রথযাত্রা উপলক্ষে তীর্থ যাত্রীদের সব রকম সহযোগিতা করতে এগিয়ে এসেছে ভারত সেবাশ্রম সংঘ।
সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজের নেতৃত্বে কয়েকশো সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবক ভারত সেবাশ্রম সংঘের প্রাঙ্গন ছাড়াও রথ পরিক্রমা পথ বরাবর যাত্রীদের সব রকম সহযোগিতা করছে। এর পাশাপাশি যাত্রীদের থাকা এবং প্রসাদ খাওয়ার ব্যবস্থার পাশাপাশি চিকিৎসা শিবিরের ব্যাবস্থা করা হয়েছে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে।
সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানান, পুরীর রথ সারা বিশ্বের মধ্যে অন্যতম। প্রতি বছর হাজার হাজার মানুষের সমাগম হয় এই রথযাত্রা উপলক্ষে। বিগত দু’বছর করোনার জন্য মানুষের সমাগম কিছুটা কম ছিল। এ বছর সেই জনসমাগম অনেকটাই বেড়েছে। রথযাত্রা উপলক্ষে হিন্দু ধর্ম সম্মেলন ছাড়াও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ভারত সেবাশ্রমের পক্ষ থেকে।