
আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: আগ্নেয়াস্ত্র দেখিয়ে নৈশপ্রহরীকে বেঁধে রেখে সোনার দোকানে ডাকাতি ভগবানপুরের কলাবেড়িয়ায়। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।
পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার কলাবেড়িয়া বাজারে গতকাল গভীর রাতে একটি সোনার দোকানের নৈশ প্রহরীকে বেঁধে রেখে ডাকাতি হয়েছে। ডাকাত দলটিতে ৬ থেকে ৭ জন ছিল। গতকাল রাতের দুর্যোগপূর্ণ আবহাওয়া ও লোডশেডিং ডাকাত দলের কাজ সহজ করে দিয়েছে। দোকানের লোহার গ্রিল ভেঙ্গে ও পাকা দেওয়াল কেটে দোকানে ঢোকে ডাকাতরা। বাজারে থাকা কর্তব্যরত নৈশপ্রহরী বুঝতে পেরে ছুটে গেলে তাঁকে বেঁধে মারধর করা হয়। দোকানে থাকা সিসি ক্যামেরা ভেঙ্গে দিয়েছে ডাকাতরা। সোনা ও রূপোর গয়না যা ছিল সবই নিয়ে গেছে ডাকাত দলটি। খোয়া যাওয়া সোনা, রূপা ও নগদ মিলিয়ে আনুমানিক প্রায় সাত লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দোকানের মালিক। ঘটনার তদন্ত শুরু করেছে ভগবানপুর থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত কোনো কিনারা হয়নি।