সিএএ-এর প্রতিবাদে গণপ্রতিরোধে পথে ৭টি বামপন্থী সংগঠন

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২১ ডিসেম্বর: সংশোধিত নাগরিকত্ব আইন, ২০১৯-এর বিরুদ্ধে গণপ্রতিরোধের আহ্বান জানিয়ে পথে নামল সাতটি বামপন্থী সংগঠন।সিপিআই(এমএল), রেড স্টার, পিপলস্ ব্রিগেড সহ সাতটি বামপন্থী দল আজ মিছিল করল মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত। সিএএ প্রত্যাহার করা না হলে জঙ্গি আন্দোলন শুরু করা হবে রাজ্যে, এমনই হুঁশিয়ারি দিলেন আজকের মিছিলে অংশগ্রহণকারী সাতটি বামপন্থী সংগঠনের যৌথ ফোরামের আহ্বায়ক অলীক চক্রবর্তী।

রাজ্যে তৃণমূল স্বৈরাচারী শাসন চালাচ্ছে, কেন্দ্রেও ফ্যাসিস্ট সরকার চলছে বলে অভিযোগ করা হল মিছিলে। দাবি ওঠে, জাতীয় নাগরিকপঞ্জি, সংশোধিত নাগরিকত্ব আইন, ২০১৯ ও এনপিআর বাতিল করতে হবে। মূলত এই দাবি নিয়ে আজ তারা পথে নামেন। নাগরিকত্বের নামে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বন্ধ করার আবেদনও করা হয়।

আরো বেশ কিছু দাবি ওঠে এদিন মিছিল থেকে। স্লোগান ওঠে ‘কাশ্মীরে রাষ্ট্রীয় সন্ত্রাস অবিলম্বে বন্ধ হোক’ ৷ লাভজনক রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের বেসরকারিকরণ চলবে না। একই সঙ্গে রাজ্যে সমস্ত বন্ধ কলকারখানা খোলা, কৃষককে ফসলের ন্যায্য মূল্য দেওয়ার জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণও করা হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here