
আমাদের ভারত, হাওড়া, ২২ মার্চ: চেন্নাই মেল ঢুকলো হাওড়া সাঁতরাগাছি স্টেশনে। চেন্নাই থেকে ফিরল বহু মানুষ। মুম্বই থেকেও আজ প্রচুর মানুষ আসেন। কেরল থেকে এসেছে বাংলার বহু নির্মাণ শ্রমিক। কিন্ত কেউ করোনা আক্রান্ত কি না তা দেখার জন্য হাওড়া স্টেশনে ব্যবস্থা থাকলেও সাঁতরাগাছিতে ছিল উলটো চিত্র।
একদিকে যেমন হাওড়া স্টেশনে ছিল ব্যাপক আঁটোসাঁটো ব্যবস্থা। মুম্বই থেকে আসা যাত্রীদের সুরক্ষিত ভাবে তুলে দেয়া হয়েছিল সরকারি বাসে। শুধু তাই নয় মাস্ক পরিয়ে এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুইয়ে তাদের আঁটোসাঁটো সুরক্ষার মধ্যে উঠতে হয়েছিল। আশেপাশে যেতে দেয়া হয়নি সাধারণ মানুষকে। আর উল্টো চিত্র দেখা গেল হাওড়া সাঁতরাগাছি স্টেশনে। চেন্নাই মেল যথারীতি আসে এবং বহু মানুষ এলেও একটিমাত্র সরকারি বাস ছিল। তাই বেসরকারি বাসেই তারা গন্তব্যস্থলের দিকে রওনা দিয়েছেন। কোনরকম সুরক্ষা বলয় ছিল না। ছিল না কোনও স্বাস্থ্যকর্মী। উপরন্ত বাস, গাড়ি না থাকায় বিপদের মুখে পড়তে হয়েছে চেন্নাই থেকে আসা যাত্রীদের। অতএব একই শহরে দুটি স্টেশনের দু’রকম চিত্র ধরা পরল।