ইসলামপুরের রামগঞ্জ বাজারে বিধ্বংসী আগুনে ভস্মীভূত বেশ কয়েকটি দোকান, কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৮ ফেব্রুয়ারি: বিধ্বংসী আগুনে ভস্মীভূত হল বেশ কয়েকটি দোকান। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ বাজারে। এদিন রাতে আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে এগিয়ে আসে।

খবর দেওয়া হয় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনীকে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় দোকানগুলিতে থাকা সমস্ত জিনিস পুড়ে গিয়েছে। প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here