ঝাড়গ্রামে জাঁকিয়ে শীত ও কুয়াশা 

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১২ ডিসেম্বর: জাঁকিয়ে শীত পড়ার পাশাপাশি ঘন কুয়াশার চাদরে ঢেকেছে ঝাড়গ্রাম শহর। দিনের আলো বাড়তে থাকলেও সারাদিনে জাল ছিঁড়ছে না কুয়াশার। ফলে দৃশ্যমানতা সঠিক না থাকায় যানবাহন চলাচলে সমস্যা দেখা দিচ্ছে। গোপীবল্লভপুর, নয়াগ্রাম, মানিকপাড়া, সাঁকরাইল, বেলপাহাড়ি, লালগড়, বিনপুর এবং শিলদা এলাকাতেও ভোর থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা আকাশ ঢেকে রাখছে।

বৃহস্পতিবার সকাল থেকে কুয়াশার ঘনঘটায় দুপুর পর্যন্ত সূর্যের আলো সেভাবে দেখা যায়নি। যার ফলে দৃশ্যমানতা কম থাকায় এদিন ভোর থেকে সকাল পর্যন্ত এই সব রুটের বাস ও অন্যান্য যানবাহন ধীরগতিতে যাতায়াত করেছে। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহেই এতোখানি শীত ও ঘন কুয়াশা ঝাড়্গ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকায় সচরাচর দেখা যায়নি বলে এলাকার বাসিন্দারা ও যাত্রীবাহী বাস সহ অন্যান্য যানবাহন চালকরা জানিয়েছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here