সাথী দাস, পুরুলিয়া, ২৭ ডিসেম্বর: সংগঠনের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে পুরুলিয়ায় এসে কেন্দ্রের শিক্ষা নীতির কঠোর সমালোচনা করলেন এসএফআই’য়ের সর্বভারতীয় নেত্রী ঐশী ঘোষ। তিনি বলেন, “আরএসএস, বিজেপি সাম্প্রতিক সময়ে শিক্ষার সর্বনাশ করেছে। ছাত্রাবাসগুলো বন্ধ হয়ে যাচ্ছে। লক ডাউনের সময় সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা জগৎ। গোটা দেশে পঞ্চাশ বছর ধরে
এসএফআই লড়ছে। এই লড়াই থামবে না।”
ঐশীর অভিযোগ, “আজ দেশের পার্লামেন্টে আমজনতার স্বার্থ জলাঞ্জলি দিয়ে আম্বানিদের হয়ে কথা বলছে দেশের শাসকদল।” এদিন কৃষি আইনের বিরোধিতা করে তিনি বলেন, “কৃষকদের সর্বনাশ করেছে সরকার।” তাঁর দাবি অবিলম্বে কৃষি আইন প্রত্যাহার করুক বিজেপি সরকার।
আজ পুরুলিয়া শহরের হরিপদ সাহিত্য মন্দির থেকে একটি পদযাত্রা করে এসএফআই। বিভিন্ন রাস্তা ঘুরে স্থানীয় ট্যাক্সি স্ট্যান্ডে পথসভা করে বামপন্থী এই ছাত্র সংগঠন। সেখানে বক্তব্য রাখেন অন্যান্য নেতাও। ওই খোলা মঞ্চেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন ছাত্র সংগঠনের নেত্রী ঐশী। পরে হরিপদ সাহিত্য মন্দির প্রেক্ষা গৃহে সংগঠনের সভায় যোগ দেন তিনি।