রায়গঞ্জে এসএফআইয়ের মহামিছিল

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৭ ডিসেম্বর: “স্বর্নালী অতীত থেকে সমৃদ্ধ বর্তমান” এই ভাবাবেগকে সামনে রেখে এসএফআই এর অর্দ্ধ শতবর্ষ সমাপ্তি উদযাপন উপলক্ষ্যে রায়গঞ্জে মহামিছিল করল ছাত্র সংগঠনের উত্তর দিনাজপুর জেলা কমিটি। মহামিছিলে পা মেলালেন বহু বর্তমান ও প্রাক্তনীরা। রায়গঞ্জ শহরের সুপার মার্কেট থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে। ইনস্টিটিউট মঞ্চে প্রাক্তন এসএফআই নেতাদের সম্বর্ধনা জানানোর পাশাপাশি এক আলোচনাসভার আয়োজন করা হয়।

সিপিএম এর ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন অফ ইন্ডিয়া(এস এফ আই)’ র প্রতিষ্ঠা দিবসের সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষ্যে এক বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করে সংগঠনের উত্তর দিনাজপুর জেলা কমিটি। মহামিছিলে অংশ নেন এসএফআই এর প্রাক্তন রাজ্য নেত্রী ফাল্গুনী বিশ্বাস, অপূর্ব পাল, স্বপন গুহ নিয়োগী, পরিতোষ দেবনাথ, ভানু কিশোর সরকার, মিহির সরকার, প্রদ্যুৎ রায় চৌধুরী, উত্তম পাল সহ বর্তমান জেলা সম্পাদক প্রাণেশ সরকার সহ শীর্ষ নেতৃত্ব। এস এফ আই এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক প্রাণেশ সরকার বলেন, সকলের জন্য ও বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিতে এবং দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে এই মহামিছিলের আয়োজন করা হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here