নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় কড়া পদক্ষেপ কেন্দ্রের, রাজ্যের মুখ্যসচিব – ডিজিকে দিল্লিতে তলব

আমাদের ভারত, ১১ ডিসেম্বর: জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় এবার কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্যসচিবকে দিল্লিতে ডেকে পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ১৪ ডিসেম্বর বেলা ১১টায় তাদের দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে। সাম্প্রতিক কালের কেন্দ্রের এমন পদক্ষেপ নজিরবিহীন। বৃহস্পতিবারের ঘটনা নিয়ে রাজ্যপালের পাঠানো রিপোর্টের পরেই স্বরাষ্ট্রমন্ত্রক এই নির্দেশ দিয়েছে বলে জানা যাচ্ছে।

বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে যাওয়ার পথে শিরাকোল, সিরষাসহ একাধিক জায়গায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয় হামলা চালানোর অভিযোগ ওঠে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যপাল জাগদীপ ধনকর ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের রিপোর্ট পাঠিয়েছেন। রিপোর্টে বৃহস্পতিবারের ঘটনার জন্য রাজ্য পুলিশ এবং প্রশাসনের গাফিলতিকেই দায়ী করেছেন রাজ্যপাল। আর তারপরই ডিজি এবং মুখ্যসচিবকে ডেকে পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্যপাল তার রিপোর্টে, যথেষ্ট নিরাপত্তা না থাকার অভিযোগ করেছেন। এই ঘটনার জন্য রাজ্য পুলিশ ও স্থানীয় প্রশাসনকে দায়ী করা হয়েছে ওই রিপোর্টে।

শুক্রবার সাংবাদিক বৈঠকে রাজ্যপাল এই কনভয়ে হামলার ঘটনাকে গণতন্ত্রের লজ্জা বলে উল্লেখ করেন। তিনি বলেন, “আমি মুখ্যমন্ত্রীকে সতর্ক করছি ভারতীয়দেরই বহিরাগত বলছেন, দয়া করে আগুন নিয়ে খেলবেন না।”

এর আগে বৃহস্পতিবার ধনকর টুইট করে বলেছিলেন, তাঁর কাছে যে রিপোর্ট আছে তাতে রাজ্যে আইন শৃঙ্খলা অবনতিতে তিনি উদ্বিগ্ন। রিপোর্টে ইঙ্গিত মিলেছে পুলিশের সমর্থনে শাসকদলের হার্মাদর হামলা করেছে। মুখ্য সচিব ও ডিজিকে সকালে আইনশৃঙ্খলা নিয়ে আশঙ্কার কথা জানানো সত্ত্বেও এটা ঘটলো।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here