খেজুরিতে সিপিএম পার্টি অফিসে তালা লাগাবে নন্দীগ্রামের শহিদ পরিবার : শুভেন্দু অধিকারী

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৯ ডিসেম্বর : আগামী ৭ই জানুয়ারি খেজুরির কলাগেছিয়া সিপিএম পার্টি অফিসে তালা লাগাবে নন্দীগ্রামের শহিদ পরিবারগুলো। পূর্ব মেদিনীপুরের খেজুরির এক জনসভা থেকে এই কথা বললেন নন্দীগ্রাম আন্দোলনের কান্ডারি তথা রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরোও বলেন, সিপিএম এখন ওপরে সবুজ ভেতরে গেরুয়া। গত লোকসভা ভোটে টাকার বিনিময়ে সব ভোট
বিজেপিকে দিয়েছে।

গত লোকসভা ভোটের পর থেকে রাজনৈতিক গন্ডগোলের কারণে খবরের শিরোনামে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচা ও খেজুরির বীরবন্দর। আজ বিকেলে খেজুরির বীরবন্দরে এক জনসভায় থেকে এলাকায় গন্ডগোল সৃষ্টির জন্য বিরোধী রাজনৈতিক দল হিসেবে মূলত সিপিএমকে দায়ী করেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সিপিএম এখন উপরে সবুজ ভেতরে গেরুয়া। গত লোকসভা নির্বাচনে সিপিএম সব ভোট বিজেপি কে দিয়েছে। অর্থের বিনিময়ে। সিপিএমের দখলের রাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা দখলের রাজনীতিতে বিশ্বাস করি না। আমি এর বিরোধী। কলাগেছিয়া, কামারদা পার্টি অফিসকে পার্টি অফিস মনে করিনা। ওখানে রাজনীতি হতোনা অত্যাচার হত। নন্দীগ্রামের শহীদ পরিবারের লোকজন আগামী ৭ জানুয়ারি কলাগাছিয়া পার্টি অফিসে তালা লাগিয়ে দেবে।
আজকের এই সভাস্থলে কয়েকজন বিজেপি সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *