বড়জোড়ায় কয়লাখনি লাগোয়া জমিতে শ্যালো পাম্প ঢেকে যাচ্ছে আবর্জনায়, ক্ষুব্ধ চাষিরা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৫ মার্চ: বড়জোড়ার ট্রান্সদামোদর খোলা মুখ কয়লা খনির লাগোয়া কৃষি জমিতে চাষের কাজে ব্যবহৃত শ্যালো পাম্প কোলিয়ারির মাটি, জল, কাদা ইত্যাদি আবর্জনা পড়ে ঢেকে যাওয়ায় গভীর সমস্যায় পড়েছে চাষিরা। ক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত চাষিরা ক্ষতিপূরণের দাবিতে সোচ্চার হয়েছেন। এই খোলামুখ খনির দায়িত্বে রয়েছে রাজ্য সরকারের দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড। কোলিয়ারি কর্তৃপক্ষকে শ্যালো পাম্পের ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেন এলাকার কৃষকরা।

কৃষকদের অভিযোগ, কর্তৃপক্ষ কিছু ব্যক্তিকে ক্ষতিপূরণের টাকা দিয়েছেন কিন্তু তাদের অধিকাংশই ক্ষতিগ্রস্ত হননি। কর্তৃপক্ষ বড়জোড়ার বিধায়কের দেওয়া তালিকা অনুযায়ী কৃষকদের ক্ষতিপূরণ দিয়েছেন। বাকি ক্ষতিগ্রস্ত কৃষকদের কেন বঞ্চিত করা হল সেই দাবি তুলে শনিবার সিপিআইএম বড়জোড়া এরিয়া কমিটির সম্পাদক সুজয় চৌধুরী বঞ্চিত চাষিদের নিয়ে কর্তৃপক্ষের কাছে প্রতিনিধিমূলক একটি ডেপুটেশন দেন। পাশাপাশি এই কোলিয়ারির অধিগৃহীত জমির খেতমজুর ও খনির কর্মরত শ্রমিকদের ন্যায্য দাবি নিয়েও কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা করেন।

কৃষক নেতা সন্তোষ খাঁ, সাগর শিট বলেন, মাটি ও আবর্জনা পড়ে যে সব জমির ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ ৩১ মার্চের মধ্যে না দিলে আমরা কোলিয়ারির গেটে অবস্থান করতে বাধ্য হব।

খেতমজুরদের ৫০০ দিনের মজুরি, শ্রমিকদের বেতন বৃদ্ধি, পুনর্বাসন ও কৃষক পরিবারের যুবকদের চাকুরির দাবি বিবেচনা হবে বলে জানান বিধায়ক অলক মুখার্জি। তিনি বলেন, প্রত্যেক ক্ষতিগ্রস্ত চাষি যাতে ক্ষতিপূরণ পায় তার জন্য কোলিয়ারি কর্তৃপক্ষকে বলেছি। কেউ বঞ্চিত হবে না। পঞ্চায়েত ভোটের আগে সিপিআইএম খবরে ভেসে থাকতে চাইছে বলে আমার উপর এই ধরনের মিথ্যা অভিযোগ করছে। ক্ষতিগ্রস্ত চাষিদের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কোলিয়ারির এজেন্ট অমলকৃষ্ণ কর্মকার।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here