ভারতমাতা পুজো বন্ধ করার অভিযোগ শান্তিপুর প্রশাসনের বিরুদ্ধে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৬ জানুয়ারি: ভারতমাতার পুজো বন্ধ করে দেওয়ার চেষ্টার অভিযোগ শান্তিপুর পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

সূত্রের খবর, শান্তিপুরের ১৪ নম্বর ওয়ার্ডে গত ২১ বছর যাবৎ অনুষ্ঠিত হয়ে আসছে ভারতমাতার পুজো। উদ্যোক্তাদের অভিযোগ, আগে কোনো সমস্যা না হলেও এবার এই পুজো বন্ধ করে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল শান্তিপুর থানার পুলিশ। রবিবার সকালে পুজো শুরু হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুজো বন্ধ করে দেয়। এই ঘটনায় শান্তিপুর থানার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মানুষজন।

স্থানীয় বাসিন্দা পিঙ্কি করের অভিযোগ, শান্তিপুর থানার পুলিশ প্রশাসন তাদের রীতিমতো হুমকি দিয়ে বলে, যদি আপনারা এই পুজো বন্ধ না করেন তাহলে আপনাদের গ্রেফতার করতে বাধ্য হবো।

বিজেপির শান্তিপুর শহর মন্ডল সভাপতি বিপ্লব করের অভিযোগ, প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আজ যখন স্থানীয় বাসিন্দারা ভারতমাতার পুজো করতে শুরু করেছে তখন শান্তিপুর থানার পুলিশ প্রশাসন এখানে দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে ভারতমাতার পুজোকে বন্ধ করাচ্ছে। আমরা যে হিন্দু হিসাবে নিজেদের ধর্মের পুজো করব সেটাও আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ হস্তক্ষেপে তা বন্ধ করা হচ্ছে। এটা একটা লজ্জা, আমরা এর ধিক্কার জানাচ্ছি। আমরা এখন কি পশ্চিমবাংলায় বাস করছি না বাংলাদেশ, পাকিস্থান, আফগানিস্থানে বাস করছি তা বোঝার উপায় নেই।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here